West Bengal Weather Forecast Today: হালকা ঠান্ডা আমেজ নিয়ে সুপ্রভাতের রেশ কাটতে না কাটতেই ঝাঁ ঝাঁ রোদে শুরু দিন। বুলবুল প্রভাব মিটতেই সারাদিনে উধাও ঠান্ডার রেশ। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ মূলত আংশিক মেঘলাই থাকবে আকাশ। এখনই কোনও সম্ভাবনা নেই বৃষ্টির। তবে বুলবুল ও হেমন্তের মিশ্র প্রতিক্রিয়ার বেশ কিছুটা কমেছে দিনের তাপমাত্রা। বাতাসে কমেছে আর্দ্রতার অস্বস্তি।
আরও পড়ুন- ‘সরকার পাশে আছে’, বুলবুল বিধ্বস্ত এলাকায় বরাভয় মমতার
তবে এখনই শীত আসার কোনও ইঙ্গিত দিল না আলিপুর আবহাওয়া দফতর। বরং হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে বুলবুলের কারণে জলীয় বাষ্পের প্রভাব বৃদ্ধি পেয়েছে রাজ্যে। তার উপর আংশিক মেঘের চাদরে ঢেকেছে শহর ও শহরতলি। যার জেরে থমকে আছে শীত। বরং রোদের তেজেই দিন কাটছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের। তবে বুলবুল বিদায়ে এবার শীতের প্রতীক্ষায় মহানগর। উত্তুরে হাওয়ায় কিছুটা নেমেছে পারদ।
আরও পড়ুন- আচমকা সিঙ্গুরের বিডিও অফিসে হাজির রাজ্যপাল ধনকড়
আলিপুর আবহাওয়া সূত্রের খবর, আজ আকাশ প্রধানত মেঘলা থাকলেও রোদের তেজ থাকবে বর্তমান। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২২.৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। শহরের বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ, শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৬৮ শতাংশ। গত চব্বিশ ঘন্টায় কোথাও কোনও বৃষ্টি হয়নি।