/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/rain-759-1.jpg)
West Bengal Weather Forecast Today: শহরে বৃষ্টির পূর্বাভাস।
সামনেই পুজো, সাজ সাজ রব মহানগরীতে। তারই মাঝে আজ ফের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী তিন দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্মচাপ ঘনীভূত হওয়ার কারণেই ওড়িশার পাশাপাশি এ রাজ্যেও বৃষ্টির সম্ভাবনার কথা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনার আশ্বাস এখনও দেয়নি হাওয়া অফিস। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
আরও পড়ুন- বৃষ্টি থামলেই শুরু হবে কলকাতার রাস্তা মেরামতির কাজ
আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মেঘলা থাকবে আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। তবে বৃষ্টির জেরে বেশ কিছুটা কমতে পারে দিনের তাপমাত্রা। এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ম ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বনিম্ম তাপমাত্রা থাকতে পারে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশ, নূন্যতম ৮৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় শহরে বৃষ্টি হয়েছে ০১৩.২ মিলিমিটার।
আরও পড়ুন- জীবদ্দশাতেই মমতাকে বাংলায় এনআরসি দেখতে হবে, হুঁশিয়ারি দিলীপের
নিম্মচাপের জেরেই কলকাতা-সহ উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় সকাল থেকেই মেঘলা আকাশে ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে পড়েছে। তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।