/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/alipore-weather-office-759.jpg)
আলিপুর আবহাওয়া দফতর।
West Bengal Weather Forecast Today: বৃষ্টি হলেও কিছুতেই যেন স্বস্তি পাচ্ছে না শহরবাসী। আর্দ্রতাজনিত অস্বস্তি নিয়ে জেরবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা। উত্তর ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্মচাপ ঘনীভূত হওয়ার কারণে ওড়িশার পাশাপাশি এ রাজ্যেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী কিংবা মাঝারী নয়, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিল হাওয়া অফিস।
আরও পড়ুন- সুখবর! আগামী বছরেই বর্ধিত হারে বেতন রাজ্য সরকারি কর্মীদের
আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মেঘলা থাকবে আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে বলে খবর হাওয়া অফিসের তরফে। তবে বৃষ্টির জেরে এখনই নামছে না দিনের তাপমাত্রার পারদ। এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ম ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বনিম্ম তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ, নূন্যতম ৭৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় শহরে বৃষ্টি হয়েছে ০১.৯ মিলিমিটার।
আরও পড়ুন- রাজীব কুমারকে তলবি নোটিস সিবিআইয়ের, আজই হাজিরার নির্দেশ
ওড়িশায় নিম্মচাপের জেরে কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। এমনকি বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে সারাদিনই জারি থাকবে অস্বস্তি এমনটাই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।