Advertisment

West Bengal Weather Today: বর্ষা বিদায়ের পরই শীতের অপেক্ষায় বঙ্গবাসী

West Bengal Weather Forecast,15 October 2019: হাওয়া অফিস জানিয়েছে, বর্ষা বিদায় নেওয়ার পরই ধীরে ধীরে তাপমাত্রার পারদ কমতে থাকবে। এরপরই শীতের আগমন ঘটবে পশ্চিমবঙ্গে।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather report live, পশ্চিমবঙ্গের আবহাওয়া, west bengal weather report live, MONSOON, বর্ষা, weather kolkata today, কলকাতার আবহাওয়া, weather report in west bengal in bengali, west bengal weather today, আজকের সর্বোচ্চ তাপমাত্রা, আবহাওয়ার খবর, কলকাতার ওয়েদার, west bengal weather report, west bengal weather temperature, কলকাতার তাপমাত্রা, west bengal weather kolkata, west bengal weather condition, বর্ষা, বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় বৃষ্টি, কলকাতার আবহাওয়া, আবহাওয়ার খবর, winter, শীতকাল

আলিপুর আবহাওয়া দফতর।

West Bengal Weather Forecast Today: সে এসেছিল দেরিতে, ফিরলও দেরিতে। জুন মাসের শেষ দিকে বাংলায় পা রেখেই যেন ঝিমিয়ে পড়েছিল। এরপর তো বেশ কিছুদিন ধরে তার দেখাই মিলছিল না। পরে অবশ্য ঘুরে দাঁড়িয়ে বাংলার মাটিতে বারিধারা এনে দিয়েছে। অবশেষে এ বছরের মতো পশ্চিমবঙ্গ থেকে পাততাড়ি গোটাল বর্ষা। মৌসুমী বায়ু ফিরে যেতেই রোদ ঝলমলে আকাশ শহর কলকাতায়। আপাতত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। বর্ষা গেল, এবার শীত আসার পালা বঙ্গে। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, ধীরে ধীরে তাপমাত্রা কমবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।

Advertisment

হাওয়া অফিস জানিয়েছে, বর্ষা বিদায় নেওয়ার পরই ধীরে ধীরে তাপমাত্রার পারদ কমতে থাকবে। এরপরই শীতের আগমন ঘটবে পশ্চিমবঙ্গে। উল্লেখ্য, এবার কেরলের মতো এ রাজ্যেও দেরিতে ঢুকেছিল বর্ষা। এমনকি, বর্ষা বিদায়ও নিয়েছে দেরিতে। বর্ষা বিদায় মানেই শীতের জন্য প্রহর গোনা শুরু। ইতিমধ্যেই রাতের দিকে হালকা হিমেল ভাব অনুভূত হচ্ছে শহর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়।

আরও পড়ুন: ‘আমরা জানতাম, ও ভবিষ্যতে ভালো কিছু করবে’ ফিরে দেখলেন অভিজিতের মাস্টারমশাই

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ প্রধানত আংশিক মেঘলা আকাশ থাকবে শহর কলকাতায়। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ, শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৪৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়নি।

weather Weather Report
Advertisment