West Bengal Weather Forecast Today: ডিসেম্বরের মাঝ সপ্তাহ কেটে গেলে শীতের দেখা নেই। ময়দানে কাগজ পেতে পিকনিক, কমলালেবুর খোসা ছাড়িয়ে মিঠে রোদের আলোয় ভিক্টোরিয়া দর্শন কিংবা শীতের আমেজে চিড়িয়াখানা দর্শন কোনটাই যেন এবার ঠিক জমছে না শহরে। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে এতদিন ধরে রাজ্যে আটকে ছিল শীতের প্রবেশ। তবে এবার আশার আলো দেখাল আলিপুর আবহাওয়া দফতর। বুধবারের পর থেকে তীব্র হতে পারে শীতের দাপট। সপ্তাহের মাঝামাঝি থেকে পারদ নিম্মমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: মমতাই ডিটেনশন ক্যাম্পের জন্য জমি দিচ্ছেন, বিস্ফোরক দাবি বিমানের
শীতের দাপট না পড়লেও শহরের আংশিক মেঘলা আকাশ ঢেকেছে বিক্ষিপ্ত কুয়াশায়। যদিও বুধবার পরবর্তীতে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। অনুকূল আবহাওয়ায় জাঁকিয়ে পড়বে শীত, এমনটাই আশা করা যাচ্ছে। তবে কতদিন থাকবে শীতের এই দাপট সেটাই এখন চিন্তার বিষয় রাজ্যবাসীর। যদিও ভারতের উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে ইতিমধ্যেই শুরু হয়েছে শীতের দাপট। শৈত্য প্রবাহ চলছে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডেও। রাজ্যের উত্তরভাগ সিকিম এবং সংলগ্ন এলাকাতেও তুষারপাতের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস।
আরও পড়ুন: ঐশ্বর্যকে চুল ধরে টেনে বাড়ির বাইরে বার করে দিলেন লালু-পত্নী রাবড়ি
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বনিম্ম তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ, নূন্যতম ৫৩ ডিগ্রি সেলসিয়াস।