West Bengal Weather Forecast Today: বর্ষা বিদায়ের কথা আলিপুর আবহাওয়া দফতরের তরফে শোনা গেলেও বৃষ্টির রেশ এখনও অব্যাহত থাকবে বলেই মনে করছে হাওয়া অফিস। পুজোর শেষে ভোরের হাওয়ায় খানিক হিমের পরশ থাকলেও সকাল হতেই রোদের তীব্র তেজের এতটুকু কমতি নেই। তবে বিক্ষিপ্ত বৃষ্টিতে মিলতে পারে সাময়িক স্বস্তি। বৃহস্পতিবারও আংশিক মেঘলা থাকবে আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, দেশে ফিরছে দক্ষিণ-পূর্বের বর্ষা। তবে তার আঁচ এ রাজ্যে পড়বে না বলেই মনে করা হচ্ছে। মূলত তামিল নাড়ুতে আগামী ২৪ ঘন্টায় মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- ‘নোবেলজয়ী অভিষেকবাবু’, মমতার মন্তব্যে উত্তাল বঙ্গ রাজনীতি
বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি। কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকাতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯৬ শতাংশ, নূন্যতম ৬২ শতাংশ। প্রসঙ্গত, আবহাওয়া দফতর জানায়, বর্ষা বিদায় নেওয়ার পরই ধীরে ধীরে তাপমাত্রার পারদ কমতে থাকবে। এরপরই শীতের আগমন ঘটবে পশ্চিমবঙ্গে।
আরও পড়ুন- ‘রাহুল গান্ধীর ভুল অধীর চৌধুরীও করল, এবার ওকে সারা দেশে দৌড় করাব’
অন্যদিকে, হাওয়া অফিস সূত্রে খবর, আর্দ্রতার হার কমে শুষ্ক আবহাওয়া দেখা যেতে পারে হাওড়া, পুরুলিয়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। বর্ষা বিদায় মানেই শীতের জন্য প্রহর গোনা শুরু। ইতিমধ্যেই রাতের দিকে হালকা হিমেল ভাব অনুভূত হচ্ছে শহর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়।