West Bengal Weather Forecast Today: পুজো আসতে বাকি আর মাত্র দু সপ্তাহ! তবে শেষবেলায় পুজোর কেনাকাটায় ব্যস্ত শহরবাসীকে সাময়িক স্বস্তি দিতে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। গতকাল কলকাতার পার্শ্ববর্তী শহরতলিতে বৃষ্টি হলেও শহরবাসীর কাছে অধরাই থেকে গেছে বৃষ্টি। তবে আজ দিনের শুরুতে শরত আকাশে মেঘের ভেলা ভাসলেও, বিকেলের দিকে কালো মেঘে ঢাকতে পারে শহর, এমনটাই খবর হাওয়া অফিসের তরফে।
আরও পড়ুন- বুধবার মোদী-মমতা সাক্ষাৎ, আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী
কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। তবে আর্দ্রতাজনিত অস্বস্তিতে ইতিমধ্যেই নাজেহাল মহানগরী। তবে প্যাচপ্যাচে গরমকে সঙ্গী করেই পুজোর আসার আনন্দে গা ভাসাচ্ছে কলকাতা। আজ দিনের তাপমাত্রার পারদ থাকবে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ম ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ দিনের তাপমাত্রার পারদ চরতে পারে ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৩ শতাংশ, নূন্যতম ৬০ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি শহর এবং শহরতলীতে।
আরও পড়ুন- জনসংযোগে পুজোয় ৩,০০০ বইয়ের স্টল দেবে বিজেপি
কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ আংশিক মেঘলা থাকবে আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে বলে খবর হাওয়া অফিসের তরফে। তবে বৃষ্টির জেরে এখনই নামবে না দিনের তাপমাত্রার পারদ এমনটাই খবর।