West Bengal Weather Forecast Today: পুজোর হাওয়া ইতিমধ্যেই গায়ে লাগতে শুরু করেছে পশ্চিমবঙ্গবাসীর। সকাল থেকেই আশ্বিনের আকাশে সাদা মেঘের ভেলায় ভাসতে শুরু করেছে বাঙালি হৃদয়। সবের মাঝেও 'কিন্তু' একটাই, সুয্যিদেবের 'তেজ' সঙ্গে অস্বস্তিকর গরম। আজ অবশ্য বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এখনই গরম কমার বিশেষ ইঙ্গিত মেলেনি হাওয়া অফিসের তরফে।
আরও পড়ুন- দুর্গা পুজোয় এবার দেদার বিক্রি হচ্ছে রানু শাড়ি!
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টি নিয়েই খুশি থাকতে হয়েছিল শহর কলকাতাকে। তবে গতকাল দুপুরে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় গতকাল পূর্বাভাস মতোই বিক্ষিপ্ত বৃষ্টি হয়। বর্ষায় শুখা শহরে এখনও সেভাবে ধরা দেয়নি বৃষ্টি। ফলত কমেনি তাপমাত্রার পারদও। বরং পাল্লা দিয়ে বেড়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি।
আরও পড়ুন- দারুণ খুশি মমতা, মোদীকে বাংলায় আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। বুধবার সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৫৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ১.৯ মিলিমিটার।