West Bengal Weather Forecast Today: বৃষ্টি থেকে কিছুটা রেহাই পেল কলকাতা। আজ তেমন তোনও বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তবে কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি হতে পারে। তাও সম্ভাবনা নেই বললেই চলে। গত ক’দিন আগে টানা বৃষ্টির পর আজ সেই অর্থে বৃষ্টি উধাও শহরে। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ শহরে। বেলা গড়াতেই রোদের দাপট। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কাল-পরশু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: চরম ক্ষুব্ধ বৈশাখী! ‘বিজেপিতে আর পা-ই রাখতাম না, শুধু শোভনবাবুর জন্যই আসছি’
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার উত্তরের ৫ জেলার পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার কলকাতায় তেমন কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: শোভন-বৈশাখী ‘ভাত-ডাল’, মত দিলীপের! মানে বুঝলেন না ‘অসন্তুষ্ট’ বৈশাখী
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ, ন্যূনতম ৬৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০০০.৭ মিমি।