West Bengal Weather Forecast Today: সকাল থেকে শহর ও শহরতলি জুড়ে কুয়াশা থাকলেও অন্যান্য দিনের তুলনায় অনেকখানি বাড়ল বৃহস্পতিবারের তাপমাত্রা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে রোদের দেখাও মিলেছে। সূর্যিদেবের তেজে সকাল থেকেই 'ভ্যানিশ' হল শীত।
১৭ তারিখের পর থেকেই শীতের দাপট কিছুটা কমেছে। ন্যূনতম তাপমাত্রা এক ঝটকায় বেড়েছে অনেকটাই। সকাল সকাল আর্দ্রতা প্রায় ১০০ শতাংশ ছুঁইছুঁই হওয়ায় অস্বস্তিও বেড়েছে। রাতের দিকে ঠান্ডা থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের জন্য হালকা গরম লাগছেই।
এখন প্রশ্ন হল শীত কি হবে বিদায় নিচ্ছে? সম্ভাবনাই নেই। বরং এই সপ্তাহের শেষে ফের রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা পরার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর আগে হাওয়া অফিসের তরফে এই আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছিল। পশ্চিমের জেলা পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে সর্বত্র শীতের আমেজ বজায় থাকবে। ২১ তারিখ থেকে আবার ধীরে ধীরে তাপমাত্রা কমবে বলেই জানান হয়েছে।
তবে আজ আকাশ খানিকটা মেঘলাই থাকবে সারাদিন। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯৯ শতাংশ, ন্যূনতম ৫৭ শতাংশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন