Advertisment

জাঁকিয়ে বসছে নিম্মচাপ! সপ্তাহের শুরুতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

West Bengal Weather Forecast Report Today, 21 June 2021: দক্ষিণ বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার ফলে ঢুকছে জলীয় বাষ্প।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal weather forcast 18 october 2021

নিম্নচাপের জেরে আজ দিনভর দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে।

গত সপ্তাহের পর চলতি সপ্তাহের শুরুতেও মুখ ভার আকাশের। সোমবারও রাজ্যজুড়ে বৃষ্টি চলবে এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, দক্ষিণ বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার ফলে বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প।

Advertisment

রাজ্যজুড়ে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ আকাশ সারাদিনই মেঘলা থাকবে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। চলতি সপ্তাহেও বর্ষার ইনিংস জারি থাকবে দাপটের সঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির হাত থেকে রাজ্যবাসীর এখনই রেহাই নেই। 

আরও পড়ুন, ইংরেজিতে MA, পেশা চৌর্যবৃত্তি! লক্ষাধিক গয়না চুরিতে গ্রেফতার উচ্চ শিক্ষিত চোর

টানা বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে। বৃষ্টির জেরে বাড়তে পারে নদীর জলস্তরও। রবিবার সারাদিনই হালকা থেকে মাঝারি, আবারও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছিল বাংলাজুড়ে।

আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭%, ন্যূনতম ৮৩%।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

weather Weather Report weather update Weather Forecast
Advertisment