Advertisment

West Bengal Weather Today: আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই শহরে স্বস্তির বৃষ্টি

West Bengal Weather Forecast, 21 September 2019: আজ খানিক স্বস্তির কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। প্রখর রৌদ্রতাপে দিন শুরু হলেও, বেলা বাড়লে কালো মেঘের আনাগোনায় হতে পারে বৃষ্টি।

author-image
IE Bangla Web Desk
New Update
rain, বৃষ্টি

কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস।

West Bengal Weather Forecast Today: আশ্বিনেও বহাল ভাদ্রের গরম। বিক্ষিপ্ত বৃষ্টিতেও গরম কমার লক্ষণ নেই পশ্চিমবঙ্গে। তবে আজ খানিক স্বস্তির কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। প্রখর রৌদ্রতাপে দিন শুরু হলেও, বেলা বাড়লে কালো মেঘের আনাগোনায় শুরু হয় বৃষ্টি। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতে স্বস্তিতে মহানগরী। মূলত হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা জুড়ে বৃষ্টি হয়েছে বলে খবর। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র গত তিনমাসেই পর্যাপ্ত বৃষ্টির মুখ দেখতে পারেনি দক্ষিনবঙ্গ। আর এখন সামনেই পুজো। উত্তেজনার পারদ চরছে বাংলায়। পুজোয় কী তবে ভাসাবে বৃষ্টি, সেই চিন্তা নিয়েই মগ্ন আমজনতা।

Advertisment

আরও পড়ুন- কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসংঘে পাকিস্তানকে মোকাবিলায় প্রস্তুত ভারত

শারদ আনন্দ উত্তেজনার পাশাপাশি পারদ চড়ছে আবহাওয়ারও। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। বুধবার সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৬৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ৩১ মিলিমিটার।

আরও পড়ুন- হামলাকারীকে চিহ্নিত করলেন মন্ত্রী, ছেলেকে ক্ষমা করে দেওয়ার আর্তি মায়ের

বেশ কয়েক সপ্তাহ ধরেই ‘নেই বৃষ্টি’ নিয়েই দিন কাটাতে হচ্ছে শহরবাসীকে। মাঝে মাঝে অবশ্য সাদা মেঘের ভেলা কাটিয়ে ছিটেফোঁটা বৃষ্টি নিয়েই খুশি থাকতে হচ্ছে শহর কলকাতাকে। যদিও বাঙালি মনে কিন্তু ক্রমশই ঘনাচ্ছে শঙ্কার মেঘ। পুজো বৃষ্টি বিঘ্নিত হবে না তা নিয়েই জমা হচ্ছে চিন্তা। তবে এখনও তেমন কোনও আশঙ্কার কথা শোনানও হয়নি আলিপুর আবহাওয়া অফিসের তরফে।

weather Weather Report
Advertisment