West Bengal Weather Forecast Today: পুজোর আনন্দে বৃষ্টির ভ্রুকুটি বাঁধ সাধলেও উৎসবে ছন্দপতন হয়নি। মাথায় বৃষ্টি নিয়েই দুর্গাদর্শন সেরেছে শহরবাসী। আশ্বিন শেষে মৌসুমীবায়ুর সঙ্গে সঙ্গে বিদায় নেয় বর্ষাও। কিন্তু ফের কালীপুজোর আগেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর হাওয়া অফিস। মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা আকাশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। সকাল থেকেই বাতাসে বৃদ্ধি পেয়েছে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ। আর এতেই ফের চিন্তা বেড়েছে শহরবাসীর।
আরও পড়ুন- আমিই পাহারাদার, বাংলা থেকে কেউ বাদ পড়বে না: মুখ্যমন্ত্রী
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৬৩ শতাংশ।
আরও পড়ুন- বড় পদক্ষেপ, দেশজুড়ে ইন্টারনেট ব্যবহারে নয়া আইন আনছে কেন্দ্র
বেশ কিছুদিন ধরেই কলকাতা এবং রাজ্যের পার্শ্ববর্তী এলাকায় দাপিয়ে বেরিয়েছে আর্দ্রতার এই বাড়বাড়ন্ত। তবে ভোরের দিকে শহরের বাতাসে কিন্তু হালকা হিমেল হাওয়া টের পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে দিনের তাপমাত্রা কমতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, এমনটাই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু কালিপুজোর আগেই এহেন বৃষ্টির প্রত্যাবর্তনের খবরে ফের চিন্তার মেঘ বঙ্গে।