ছুটির দিনেও সকাল থেকেই বহাল ছিল রবির তেজ। কিন্তু বেলা গড়াতেই এলো বৃষ্টির আশ্বাস। আগামী এক দু ঘন্টার মধ্যেই কলকাতা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলী-সহ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কয়েক ঘন্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামার কথা মহানগরের বুকে। পুজো আসতে আর বাকি ১২ দিন। তাঁর আগেই বৃষ্টির ভ্রুকুটি নিয়ে চিন্তায় ছিল শহরবাসী।
আরও পড়ুন- আন্তর্জাতিক জলবায়ু ধর্মঘট আন্দোলন কী ও কেন?
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ দিনভর কলকাতার আকাশ মেঘলাই থাকবে। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি হতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে। রবিবার সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৬০ শতাংশ। সকাল সাড়ে ৮টা পর্যন্ত শহরে বৃষ্টি হয়েছে ০০৯.৭ মিলিমিটার।
আরও পড়ুন- তুলসীর এত গুণ, জানতেন?
শনিবার প্রখর রৌদ্রতাপে দিন শুরু হলেও, বেলা বাড়লে কালো মেঘের আনাগোনায় শুরু হয় বৃষ্টি। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতে স্বস্তিতে মহানগরী। মূলত হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা জুড়ে বৃষ্টি হয়েছে বলে খবর। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র গত তিনমাসেই পর্যাপ্ত বৃষ্টির মুখ দেখতে পারেনি দক্ষিনবঙ্গ। আর এখন সামনেই পুজো। উত্তেজনার পারদ চরছে বাংলায়। পুজোয় কী তবে ভাসাবে বৃষ্টি, সেই চিন্তা নিয়েই মগ্ন আমজনতা।