West Bengal Weather Forecast Today: ইতিমধ্যেই শীতের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে রাজ্যজুড়ে। এই সপ্তাহ থেকে শীতের আমেজ জমিয়ে পড়তে শুরু হওয়ার কথা জানিয়েছিল আবহাওয়া অফিস। কিন্তু ফের রাজ্যে জমিয়ে নিজের দাপট দেখানোর আগেই পশ্চিমি ঝঞ্ঝার কারণে আটকে গেল শীতের আগমন। বুলবুল ঝড়ের পর বুধবার এক লাফে দু’ডিগ্রি পারদ কমলেও, আজ ফের দাপট কমল ঠাণ্ডা হাওয়ার।
আরও পড়ুন: কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী ভোট দিচ্ছেন স্ত্রীর হয়ে, অভিযোগ তৃণমূলের
এদিন আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ আকাশ পরিষ্কার থাকবে, ফলে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ম ১৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ম তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ, নূন্যতম ৫২ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: গোলাপী মরশুমে শহরে সেঞ্চুরি ছুঁল পেঁয়াজের দাম
তি বছর হেমন্তের আগমন নিয়েই শীত উপভোগ পালা শুরু হয় রাজ্যে। যদিও এ বছর বুলবুল হানায় শহরে থমকে গিয়েছিল শীতের প্রবেশ। শহর ছাড়াও দুই চব্বিশ পরগণা, পুরুলিয়া, বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি-সহ কলকাতার পার্শ্ববর্তী এলাকাতেও বেশ খানিকটা কমেছিল তাপমাত্রার পারদ। উত্তর ভারতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তুষারপাত। হিমাচল প্রদেশেও একই রকম পরিস্থিতি। তবে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় পারদ নামতে শুরু করলেও ফের পশ্চিমি ঝঞ্ঝার দাপটে আটকে গেল শীতের প্রবেশ।