West Bengal Weather Forecast Today: সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ কলকাতায়। মাঝেমধ্যে যদিও মেঘে ঢাকছে আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের ৫ জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবারও নিম্নচাপ তৈরি হতে পারে। বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর।
আরও পড়ুন: বিচ্ছেদের ইঙ্গিত? বিজেপি-র সাংগঠনিক নির্বাচনে গরহাজির শোভন-বৈশাখী
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পঙে বৃষ্টি হতে পারে। উল্লেখ্য, গত ২-৩ দিনের মতো মঙ্গলবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। এদিকে, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ফলে নিম্নচাপ তৈরি হলে, ফের ঝমঝমিয়ে বৃষ্টি হতে পারে রাজ্যে।
আরও পড়ুন: ফের রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া, দাদার মৃতদেহ আগলে বসে বোন!
হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৭২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০০০.৫ মিমি।