West Bengal Weather Forecast Today: সাইক্লোন ইয়াস (Cyclone Yaas) দাপট কমেছে। ঘূর্ণিঝড় থেকে এখন নিম্মচাপে পরিণত হয়েছে ইয়াস। তবে এর রেশ আজও থাকবে রাজ্যে। বুধবার থেকেই টানা চলছে বৃষ্টি। বৃহস্পতিবারের পর শুক্রবারও জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
ঠিক কী জানান হয়েছে?
বজ্রপাত এবং তীব্র বাতাসের গতিবেগের সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো বাতাস বইবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের দার্জিলিং, মালদা ও উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে। আজ সারাদিনই আকাশ মেঘলা থাকবে।
শুক্রবার থেকে শহরে বৃষ্টিপাতের পরিমাণ কমলেও আবহাওয়ার তেমন উন্নতি হবে না। হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে শনিবারও। আকাশ পরিষ্কার হলেও পুরোপুরি দুর্যোগ কাটবে রবিবারের পর থেকে। জলীয় বাষ্প পূর্ণ বাতাসের জোগান দিয়ে যাচ্ছে ইয়াস। ফলে হাওয়া সোজা এসে বাঁদিকে বেঁকে যাওয়ায় বজ্রগর্ভ মেঘে তৈরি হচ্ছে।
আরও পড়ুন, বিজেপি বিধায়কের উপর হামলা, TMC-কেই টুইটে দুষলেন শুভেন্দু
শুক্রবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে দার্জিলিং ও কালিম্পংয়ে। অতি ভারী বৃষ্টি চলবে বীরভূম ও পশ্চিম বর্ধমানে। বৃষ্টি কমতে শুরু করবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। আকাশ পরিষ্কার হলেও ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে জানিয়েছে আলিপুর।
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ, ন্যূনতম ৮৩ শতাংশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন