West Bengal Weather Forecast Today: অবশেষে যেন স্বস্তির আমেজ রাজ্যে। বঙ্গোপসাগরের নিম্মচাপের জেরে কালীপুজোর আগে বৃষ্টির তাণ্ডবে মাথায় হাত রাজ্যবাসীর। তবে শক্তি আরাধনার দিন রোদ ঝলমলে আকাশ নিয়েই দিন কাটল শহরবাসীর। একই রেশ প্রতিপদেও। আজ মূলত পরিষ্কার থাকবে আকাশ, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্মচাপের সম্ভাবনা না থাকার দরুন, নেই বৃষ্টির পূর্বাভাসও। রোদ ঝলমলে নীল আকাশ থাকবে প্রতিপদের সারাদিন।
আরও পড়ুন- অতিথি আপ্যায়ন থেকে ভোগ রান্না, বাড়ির পুজোয় সবই করলেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও
তবে গত কয়েকদিনের বৃষ্টিতে অনেকটাই কমেছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ, ন্যূনতম ৬২ শতাংশ।
আরও পড়ুন- আলোর উৎসবে কলকাতায় তুবড়ি ফেটে মৃত শিশু সহ দু’জন
এবার বর্ষা শেষে এবার শীত আসার পালা বঙ্গে। ভোরের হাওয়ায় খানিক হিমের পরশ থাকলেও সকাল হতেই রোদের তীব্র তেজের কমতি নেই এতটুকুও। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, ধীরে ধীরে তাপমাত্রা কমবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।