আবহাওয়ার পূর্বাভাসকে উপেক্ষা করেই পঞ্চমীতে আগামী দু-তিন ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে ভিজতে পারে শহর কলকাতা-সহ নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, বীরভূম, মুর্শিদাবাদ জেলা। পুজোতেও বৃষ্টি মাথায় নিয়েই দেবী দর্শন করতে হতে পারে শহরবাসীকে, এমনটাই খবর হাওয়া অফিসের। এর আগে পঞ্চমী পর্যন্ত বৃষ্টির পরিমাণ কমার থাকার পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন- ইতিহাসের বনেদি ছোঁয়ায় ফিরে দেখা মল্লিক বাড়ির পুজো
তবে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীর দিন হালকা বৃষ্টিতেই ভিজবে কলকাতা এবং শহরতলি জানিয়েছে হাওয়া অফিস। নবমী, দশমীতে বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণও। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। বিগত বেশ কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে মন ভালো নেই রাজ্যবাসীর। সবার মুখে একটাই প্রশ্ন পুজোয় বৃষ্টি হবে? পুজোতে প্রায় প্রত্যেকদিনই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি। যদিও সেই বৃষ্টির স্থায়ীত্ব হবে দশ থেকে পনেরো মিনিট।
আরও পড়ুন- আমাজনের আগুনের ধোঁয়া হাওড়ায় পুজোয়
আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মেঘলা থাকবে আকাশ। এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ম ২৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম তাপমাত্রা থাকতে পারে ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশ, নূন্যতম ৬১ শতাংশ। গত ২৪ ঘন্টায় শহরে বৃষ্টি হয়েছে ০৫.৮ মিলিমিটার।