West Bengal Weather Forecast Today: আজ সারাদিন মেঘাচছন্ন থাকবে আকাশ। মাঝে মাঝে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩৩ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে সারাদিনের তাপমাত্রা। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে মাঝে মাঝে দেখা দেবে ঝলমলে রোদ। বৃষ্টি কার্যত নৈব নৈব চ। তবে গত কয়েকদিনের মতো দু-এক পশলা বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: বৌবাজারকাণ্ডের জের, ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে অবিলম্বে নিষেধাজ্ঞা হাইকোর্টের
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থাকবে পাশাপাশি দু’এক পশলা বৃষ্টিপাত হতে পারে। তবে সারাদিন ধরে বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে একটানা বৃষ্টির সম্ভাবনা নেই। গত সপ্তাহের নিম্মচাপের জেরে বৃষ্টি হলেও, মাসের শুরুতে এমন কোনও আশা দেখায়নি আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন: মুকুলের খেলা? দেবশ্রীকে কে নিয়ে গিয়েছিলেন বিজেপি দফতরে, রহস্যভেদ করলেন বৈশাখী!
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ, ন্যূনতম ৫৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০৩৮.২ মিমি।