West Bengal Weather Forecast Today: বৃষ্টির সম্ভাবনার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। সকাল থেকে মেঘ-রোদ্দুরের খেলা চলছে শহরের বুকে। তবে রোদের দাপট দেখে মনে হচ্ছে হার মানাতে চলেছে জৈষ্ঠ্যের প্রখর দাবদাহকে। তবে গত কয়েকদিনের মতোই আজও দু-এক পশলা বৃষ্টি হতে পারে কলকাতায়।
আরও পড়ুন- মমতার ছবি সিবিআই দফতরে, বড় পদক্ষেপের জন্য প্রস্তুতি
কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি হলেও কলকাতায় সেই রেশ দেখা যায়নি সকাল থেকেই। ছিল আর্দ্রতার বাড়বাড়ন্তও। তবে ফের কবে ঝমঝমিয়ে বৃষ্টি হবে তাঁর প্রতীক্ষায় শহরবাসী। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়। কলকাতার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়।
আরও পড়ুন- শোভন-বৈশাখীর আপত্তি নাকচ? দেবশ্রীকে দলে নিয়ে নেব, মন্তব্য দিলীপের
হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার আংশিক মেঘলা থাকবে মহানগরের আকাশ। শহরে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম ২৭ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ, শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৭০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০২০.০ মিমি।