West Bengal Weather Today: রাতে-ভোরে ঠান্ডা আমেজ, কলকাতায় কি শীত পড়ে গেল?

West Bengal Weather Forecast, 30 October, 2019: যেরকম ঠান্ডা আমেজ টের পাচ্ছেন শহরবাসী, তাহলে কি এসেই গেল শীত?

West Bengal Weather Forecast, 30 October, 2019: যেরকম ঠান্ডা আমেজ টের পাচ্ছেন শহরবাসী, তাহলে কি এসেই গেল শীত?

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather report live, পশ্চিমবঙ্গের আবহাওয়া, winter, শীতকাল, শীত, west bengal weather report live, weather kolkata today, কলকাতার আবহাওয়া, weather report in west bengal in bengali, west bengal weather today, আজকের সর্বোচ্চ তাপমাত্রা, আবহাওয়ার খবর, কলকাতার ওয়েদার, west bengal weather report, west bengal weather temperature, কলকাতার তাপমাত্রা, west bengal weather kolkata, west bengal weather condition, কলকাতার আবহাওয়া, আবহাওয়ার খবর, winter, শীতকাল

কুয়াশায় ঢাকা 'শীতের' ময়দান। ফাইল ছবি।

West Bengal Weather Forecast Today: সন্ধে নামলেই ঠান্ডা ঠান্ডা ভাব। রাতে গায়ে একটা চাদর না জড়ালে মনে হচ্ছে যেন শীত শীত করছে। এসি বা ফ্যান বেশিক্ষণ চালানো দায়! ভোরবেলায় হিমেল হাওয়া জানান দিচ্ছে, সে আসতে আর বেশি দেরি নয়। হ্যাঁ, শীতের অপেক্ষায় এখন প্রহর গুনছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যেরকম ঠান্ডা আমেজ টের পাচ্ছেন শহরবাসী, তাহলে কি এসেই গেল শীত? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হচ্ছে, এরকম ঠান্ডা আমেজ বজায় থাকবে। তবে শীত আসতে এখনও কিছুটা দেরি রয়েছে। বিশেষত কলকাতায় শীতকাল মানে ডিসেম্বর মাস।

Advertisment

এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে বলেন, ‘‘তাপমাত্রা এখন এমনটাই থাকবে। একটু হয়তো বাড়বে তাপমাত্রা। তবে এখনই শীত পড়ার সম্ভাবনা নেই’’। উল্লেখ্য, কিছুদিন ধরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ খানিকটা নিম্নমুখী। তবে এই তাপমাত্রা খানিকটা হয়তো বাড়বে ঠিকই, কিন্তু ঠান্ডার আমেজ টের পাওয়া যাবে।সকাল বা রাতের দিকে ঠান্ডার আমেজ থাকলেও দিনের বেলায় রোদের প্রখর তাপে শীত শীত ভাব উধাও।

আরও পড়ুন: শোভন কি ফের তৃণমূলে? গুরুত্ব দিচ্ছে না বঙ্গ বিজেপি

আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন সকালের দিকে শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ। শহরে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৫৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়নি।