জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস, কলকাতার তাপমাত্রা একধাক্কায় নামল ৩ ডিগ্রি

শীতপ্রেমীদের জন্য স্বস্তি। আরও বেশ কয়েকটা দিন রাজ্যে শীতের আমেজ থাকবে।

শীতপ্রেমীদের জন্য স্বস্তি। আরও বেশ কয়েকটা দিন রাজ্যে শীতের আমেজ থাকবে।

author-image
IE Bangla Web Desk
New Update

শীতপ্রেমীদের জন্য স্বস্তি। আরও বেশ কয়েকটা দিন রাজ্যে শীতের আমেজ থাকবে। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ এখনই লেপ-কম্বল তুলে রাখতে হবে না। এদিন এক ধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি কমেছে।

Advertisment

তাপমাত্রার হ্রাস-বৃদ্ধি অব্যাহত। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি থাকলেও শনিবার তা এক ধাক্কায় বেড়ে ১৫ ডিগ্রিতে পৌঁছেছিল। ফলে আর কতদিন শীত থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু রবিবার ফের ৩ ডিগ্রি কমে মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াসেই।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি কময অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২৩.১ ডিগ্রি (-৪ ডিগ্রি)। গত ২৪ ঘন্টায় বৃষ্টি না হলেও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান সর্বোচ্চ ও সর্বনিম্ন যথাক্রমে ৯৩ ও ৪৪ শতাংশ।

Advertisment

রাজ্যজুড়ে কুয়াশার দাপচ থাকলেও তা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে। তাপের বিকিরণও ভাল। ফলে বিকেল হতেই উষ্ণতা কমছে। এই পরিস্থিতি আগামী বুধবার পর্যন্ত থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

weather update Weather Report winter weather today