Advertisment

শৈত্যপ্রবাহ জারি থাকবে বাংলায়, শীতের ঝোড়ো ব্যাটিং দুই বঙ্গেই

West Bengal Weather Forecast Today: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

West Bengal Weather Today: মাঘের দ্বিতীয় সপ্তাহে এখনও শীত জমিয়ে ব্যাটিং করছে দুই বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা ফেব্রুয়ারির এই সময়ে স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।

Advertisment

আগামী ৪৮ ঘন্টা জেলা জুড়ে চলবে শৈত্যপ্রবাহ, সতর্ক বার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের। উত্তরবঙ্গের কোচবিহার, ২ দিনাজপুর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নিম্নমুখী হবে পারদ। মূলত উত্তর পশ্চিমের শীতল ও শুষ্ক বাতাসের জেরে এই শৈত্যপ্রবাহের পরিস্থিতি।

আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা বাড়বে। তারপর রবিবার থেকে ফের উত্তুরে হাওয়ার হাত ধরে শীতের দাপুটে ব্যাটিং ভালই টের পাবে রাজ্য।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজ্যের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিত বজায় থাকবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঘন কুয়াশার সতর্কতা। ১ ফেব্রুয়ারি ছিল কলকাতায় গত ১০ বছরে শীতলতম দিন। ফেব্রুয়ারির তৃতীয় দিনেও কনকনে ঠান্ডা কলকাতায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Weather Report weather today
Advertisment