West Bengal Weather Forecast Today: কখনও রোদ, তো কখনও মেঘ, এভাবেই দিন শুরু হয়েছে কলকাতার। গত কয়েকদিনের মতো আজও কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে সেই অর্থে নাগাড়ে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। মঙ্গলবারও দিনভর দফায় দফায় দু’এক পশলা বৃষ্টি হয়েছে কলকাতা ও তার আশপাশে। বৃষ্টির জেরে গরম থেকে কিছুটা হলেও রেহাই পেয়েছেন শহরবাসী। অন্যদিকে, সপ্তাহান্তে উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন: বৈশাখী ‘নতুন বউ’! শোভন কী বললেন দিলীপকে?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিনের মতো আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। প্রধানত এদিন শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে আগামী শনিবার উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে, ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ ওই এলাকায় সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: সারদার টাকা ফেরালেন শতাব্দী রায়
আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ, শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৭৫ শতাংশ। সকাল সাড়ে ৮টা পর্যন্ত শহরে বৃষ্টি হয়েছে ০০৯.৪ মিমি।