West Bengal Weather Forecast Today, 5 September 2019: আবারও রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। এদিন ভরদুপুরে ঝমঝমিয়ে বৃষ্টি নামে শহর কলকাতায়।
আরও পড়ুন: দেবশ্রী-দিলীপ সাক্ষাৎ ঘটিয়েছেন এক তৃণমূল সাংসদই, তাঁর নাম জানালেন বিজেপি রাজ্য সভাপতি
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের কোথাও কোথাও আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। অন্যদিকে, ওড়িশা উপকূলে ঘণ্টায় ৪৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী ৪৮ ঘণ্টায় ওড়িশা উপকূলবর্তী এলাকায় সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন: বৈশাখীই ব্ল্যাকমেল করছেন, শোভনের কোনও হাত নেই: রত্না
এদিন সকাল থেকেই কলকাতায় কার্যত মেঘাচ্ছন্ন আকাশ। মাঝে-মধ্যে রোদের দেখা মিললেও পরক্ষণেই মেঘের চাদরে ঢাকছে শহরের আকাশ। হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ, শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০০৩.২ মিমি।