West Bengal Weather Forecast Today: এ রাজ্যের দিকেই ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়! পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘনিভূত গভীর নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট ওই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগোচ্ছে বলে জানাল আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গ উপকূলের পাশাপাশি উত্তর ওড়িশা ও বাংলাদেশ উপকূলেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ শেষমেশ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘বুলবুল’।
এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে বলেন, ‘‘পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগোচ্ছে। তবে এখনও ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। ঘূর্ণিঝড় হলে নাম হবে বুলবুল’’।
Depression Bay of Bengal intensified into a Deep Depression and lay centred, near Lat.13.4°N and Long. 89.3°E, about 810 km south-southeast of Paradip (Odisha). To intensify into a Cyclonic Storm during next 24 hours. To move north-northwestwards, towards West Bengal . pic.twitter.com/iaZYTYto5X
— India Met. Dept. (@Indiametdept) November 6, 2019
আরও পড়ুন: ‘কোমরে তলোয়ার রাখুন’, হুঁশিয়ারি অভিনেত্রী-রাজনীতিক কাঞ্চনার
এদিকে, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আগামী ৯ ও ১০ নভেম্বর দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে পূর্ব-মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৭০ কিমি। ৭ নভেম্বর সকালে ওই অঞ্চলে হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৭০-৮০ কিমি। এই সময় হাওয়ার সর্বোচ্চ বেগ ছুঁতে পারে ঘণ্টায় ৯০ কিমি। ৯ নভেম্বর সন্ধ্যায় হাওয়ার বেগ আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই সময় হাওয়ার বেগ ছুঁতে পারে ঘণ্টায় ১২০-১৩০ কিমি। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৪৫ কিমি।
আরও পড়ুন: অগ্নিদগ্ধ গর্ভবতী কুকুরের ময়না তদন্ত, অপরাধীর খোঁজে বর্ধমান পুলিশ
৮ তারিখ সন্ধের পর থেকে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই এলাকায় হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিমি। এর প্রভাবে উত্তাল হতে পারে সমুদ্র। এই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীজের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। এদিন শহরে বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ, ন্যূনতম ৪৮ শতাংশ।