Advertisment

West Bengal Weather Today: নিম্নচাপের জেরে আজও ভারী বৃষ্টির ভ্রুকুটি

West Bengal Weather Forecast, 7 August 2019: কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

author-image
IE Bangla Web Desk
New Update
rain, বৃষ্টি

পুজোর কলকাতা কতোটা ভিজবে বৃষ্টিতে? জানাল আলিপুর আবহায়া অফিস

West Bengal Weather Forecast Today 7 August 2019: বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে অবশেষে কলকাতায় ছন্দে ফিরল বর্ষা। মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। বৃষ্টির সঙ্গে বয়েছে ঝোড়ো হাওয়া। আজও কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। সকাল সাড়ে ৮টা পর্যন্ত শহরে ০১৬.২ মিমি বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।

Advertisment

আরও পড়ুন: ‘মমতা বন্দ্যোপাধ্যায়ই আমার সবথেকে বেশি ক্ষতি করেছেন’

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে, কলকাতা-সহ উত্তর ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী ৭২ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে।

আরও পড়ুন: গঙ্গার ‘দূষিত জলে’ তৈরি হচ্ছে খাবার, তালা ঝুলল হাওড়ার একাধিক হোটেলে

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৬.১ ডিগ্রিতে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ, ন্যূনতম ৬০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০১৭.০ মিমি। সকাল সাড়ে ৮টা পর্যন্ত শহরে বৃষ্টির পরিমাণ ০১৬.২ মিমি।

kolkata news weather rain monsoon Weather Report
Advertisment