West Bengal Weather Forecast Today: রাজ্যে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৩ দিন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও। এদিন দুপুরে কয়েক পশলা বৃষ্টি হয় শহরে। কলকাতার পাশাপাশি বৃষ্টি হয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনাতেও।
আরও পড়ুন: ‘বুদ্ধবাবু ভাল নেই’, ফোন গিয়েছিল ফুয়াদ হালিমের কাছে
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবি, সোম ও মঙ্গলবার উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পঙে। অন্যদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যার জেরে আগামী ৪৮ ঘণ্টায় ওই এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন: বিধানসভায় নজিরবিহীন হাতাহাতির উপক্রম, কী করলেন মমতা?
হাওয়া অফিস জানিয়েছে, আজ প্রধানত মেঘলা আকাশ থাকবে কলকাতায়। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি হতে পারে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ, শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০১৪.৫ মিমি।