/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/02/weather-1.jpg)
West Bengal Weather Today: শনি ও রবিবার কোথাও বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টির পর হুড়মুড়িয়ে পারদ পতন বঙ্গে। স্বাভাবিকের থেকে এক লাফে তিন ডিগ্রি কমল তাপমাত্রা। আগামী দু'দিন আরও কমবে তাপমাত্রা আলিপুর আবহাওয়া দফতরের সূত্রে এমনটাই জানান হয়েছে। কলকাতায় সোমবার সকালে কুয়াশা বেলা বাড়লে পরিষ্কার আকাশ। আগামী দুদিন সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে।
উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায় ঘন কুয়াশা থাকবে। ৮ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত তাপমাত্রা কমার ইঙ্গিত রয়েছে। সোমবার থেকেই হুড়মুড়িয়ে কমল তাপমাত্রা। উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা ও পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পশ্চিমী ঝঞ্ঝায় কিছুটা আটকে ছিল উত্তুরে হাওয়া। কিন্তু রবিবার রাত থেকেই সেই ঝঞ্ঝা কেটেছে। এখন বঙ্গে প্রবলবেগে প্রবেশ করছে ঠাণ্ডা হাওয়া। এর আগেই হাওয়া অফিসের তরফে জানান হয়েছিল যে তাপমাত্রা প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমবে।
সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৪ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ, ন্যূনতম ৪৬ শতাংশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন