West Bengal Weather Forecast Today: সকাল থেকেই রোদে পুড়ছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা। মাঝে-মধ্যে মেঘের দেখা মিললেও সূয্যিমামার দাপটে তা মুহূর্তেই অদৃশ্য হয়ে যাচ্ছে। অন্যান্য কয়েকদিনের মতো আজও কলকাতায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির আপাতত কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস না থাকলেও, এ সম্ভাবনা উত্তরবঙ্গে রয়েছে। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: অগ্নিকন্যা থেকে ‘প্রশান্ত’, মমতার ভোলবদল!
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার , বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: ‘বৈশাখীর অভিমানের কারণ কি শোভনের পুরনো বান্ধবী?’
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ দিনভর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও মাঝে-মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিন সকালে শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশ, শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৮৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০২১.১ মিমি।