চৈত্রের বিদায়বেলায় জ্বলে-পুড়ে খাক বাংলা। সূর্যের গনগনে তেজে দিল্লি-উত্তরপ্রদেশের শুষ্ক গরম বাংলায়। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার তাপমাত্রা গতকাল ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। শহর কলকাতার পারদও ছুঁয়ে ফেলেছে ৪০ ডিগ্রির গণ্ডি। আপাতত আগামী ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তাপপ্রবাহের আশঙ্কা উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও।
ভোগান্তির এখানেই শেষ নয়। আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। শুকনো এবং অস্বস্তিকর গরমের জেরে দুর্ভোগ চরমে ওঠার আশঙ্কা প্রবল। এই পর্বে আগামী সোমবার পর্যন্ত কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বেলা বাড়লেই লু বইবে। আপাতত দিন পাঁচেক বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন- কেষ্টহীন বীরভূমেও তৃণমূলের দাদাগিরি, ওসিকে দলের সঙ্গে যোগাযোগ রেখে চলার পরামর্শ!
দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রা হু হু করে বাড়ছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদহ এবং উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর গরমে জেরবার দশা তৈরি হয়েছে। মালদহে ৪০ ডিগ্রি পর্যন্ত উঠে গিয়েছিল সর্বোচ্চ তাপমাত্রার পারদ। আবহাওয়াবিদদের দাবি, উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের দুই জেলা ছাড়া বাকি সব জেলাতেই ভয়ঙ্কর গরমে নাজেহাল পরিস্থিতি তৈরি হতে পারে আগামী কয়েকদিনেই। রয়েছে তাপপ্রবাহের সতর্কতা।
মোটের উপর মাত্রাছাড়া গরমেই এবার কাটতে চলেছে পয়লা বৈশাখ। আগামিকালও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার তাপমাত্রাই ৪০ ডিগ্রির আশেপাশে থাকবে বলেই মনে করা হচ্ছে। সুতরাং মনোরম পরিবেশে নববর্ষ বরণের উৎসবে মেতে থাকার আনন্দে এবার বাদ সাধবে ভয়ঙ্কর গরম, এমনই মনে করছেন আবহাওয়াবিদরা।