স্বস্তির খবর! মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে, বৃষ্টির ভ্রুকুটি

আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।

আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
weather updates west bengal 1st may

বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে ক্রমশ জলীয় বাষ্পের আধিক্য বাড়ছে। এর জেরেই বৃষ্টির পূর্বাভাসের কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহের শেষভাগ থেকে আগামী সপ্তাহের মধ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisment

বৃহস্পতিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ৪৮ ঘন্টায় অর্থাৎ শনি ও রবিবারের আবহাওয়ার পূর্বাভাস হিসেবে বলা হয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে রাজ্যের একাধিক জেলায়।

এর সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে আগামী ৪-৫ দিনে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

Advertisment

আগামী ৪৮ ঘন্টায় অর্থাৎ শুক্রবার ও শনিবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুতের সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আর পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ রবিবার নাগাদ পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুতের সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯২ শতাংশ, ন্যূনতম ৪৩ শতাংশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

weather Weather Report weather update weather today