Advertisment

দানা বাঁধছে নিম্নচাপ! শীঘ্রই বদল আবহাওয়ায়! প্রবল বৃষ্টি-শঙ্কা কোন কোন জেলায়?

দিন কয়েকেই ফের একবার আবহাওয়ায় বিরাট বদল। আংশিক মেঘলা আকাশে ঢাকবে বাংলার একাধিক জেলা।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Weather Report 27 November 2023

ফের একবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা।

West Bengal Weather Update: দিন কয়েকেই ফের একবার আবহাওয়ায় বিরাট বদল। আংশিক মেঘলা আকাশে ঢাকবে বাংলার একাধিক জেলা। বুধবার থেকে আবহাওয়ার বদলটা ভালোমতো চোখে পড়তে পারে। বঙ্গোপসাগরে আজই তৈরির মুখে নিম্নচাপ। তার জেরেই ফের একবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। অসময়ের এই বৃষ্টির জেরে মাঠে মারা যাবে শীত? কোন কোন জেলায় কবে বৃষ্টি? জেনে নিন আবহাওয়ার একেবারে টাটকা আপডেট।

Advertisment

আগামী ১২ ঘণ্টায় বঙ্গোপসাগরে দানা বাঁধতে পারে নিম্নচাপ। তারই জেরে আবহাওয়ায় বদল আসাটা সময়ের অপেক্ষা মাত্র। তবে আপাতত রাজ্যে বহাল শীতের আমেজ। পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডার দাপট রয়েছে বেশি। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভালোমতো শীতের মেজাজ রয়েছে।

কবে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রাজ্যের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। এরই জেরে রাতের দিকের তাপমাত্রাও সামান্য বেড়ে যেতে পারে।

আরও পড়ুন- এবার গোয়াকেও বিরাট টেক্কা দিঘার! পর্যটকদের ভরপুর মনোরঞ্জনে অভূতপূর্ব ব্যবস্থা!

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। তবে আগামী দু'দিনে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে আপাতত আজ-কাল সকাল-সন্ধে শীতের আমেজ থাকবে।

West Bengal Weather Report Weather Forecast
Advertisment