ধেয়ে আসছে ঘূর্ণাবর্ত, সপ্তাহভর ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাবে যখন আক্রান্তের ঝড় উঠছে রাজ্যে, সেই সময়ই সপ্তাহজুড়ে প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাবে যখন আক্রান্তের ঝড় উঠছে রাজ্যে, সেই সময়ই সপ্তাহজুড়ে প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

author-image
IE Bangla Web Desk
New Update
weather, ঝড়-বৃষ্টির পূর্বাভাস, monsoon

নিজস্ব ছবি।

একে করোনায় রক্ষা নেই, ঘূর্ণাবর্ত দোসর। কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাবে যখন আক্রান্তের ঝড় উঠছে রাজ্যে, সেই সময়ই সপ্তাহজুড়ে প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ থেকে আগামী ২ মে পর্যন্ত এই ঝঞ্ঝাবত জারি থাকবে বাংলার আকাশে।

Advertisment

আবহাওয়া দফতর সূত্রে খবর একটি নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খন্ড ছত্রিশগড় এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার জেরে বঙ্গোপসাগরে প্রচুর পরিমানে জলীয়বাষ্প ঢুকছে। নিম্মচাপ অক্ষরেখাটি ক্রমেই আকার নিচ্ছে ঘূর্ণিঝড়ের। যার প্রভাবেই সপ্তাহভর বঙ্গে জারি থাকবে বৃষ্টিপাত। এদিক বৈশাখে গরম নয় বরং বৃষ্টির দাপট দেখতেই অভ্যস্থ হয়ে উঠেছে রাজ্যবাসী। ঘন কালো আকাশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজছে বাংলা।

মঙ্গলবারও পূর্ব বর্ধমান, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, সুন্দরবন, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস ছিল।এদিকে কখনও ঝড়, কখনও বৃষ্টিতে সর্দি-কাশি-জ্বরেরও প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। করোনা আবহে যা চিন্তা বাড়াচ্ছে। তবে টানা দু সপ্তাহ ধরে এমন আবহাওয়ায় পাল্লা দিয়ে কমেছে দিনের তাপমাত্রা। টানা ঝড়-বৃষ্টির জেরে মঙ্গলবার দিনের তাপমাত্রা কমেছে প্রায় ৫ ডিগ্রি।

Advertisment

আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ম তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান সর্বাধিক ৯০ শতাংশ, ন্যূনতম ৬৫ শতাংশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

weather Weather Report