হোঁচট খেলেও ফের সক্রিয় হচ্ছে বর্ষা। বর্তমানে একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস এই ঘূর্ণাবর্তের জেরেই বাংলায় আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমান বাড়বে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, আগামী ১৭ এবং ১৮ তারিখে (বৃহস্পতি ও শুক্রবার) উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপে পরিণত হবে। ফলে ভালো বৃষ্টি হবে। তারপর সেটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে।
বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের জেরে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তর প্রদেশ, ওডিশা, ছত্তিশগড় এবং মধ্য প্রদেশে বৃষ্টিপাত হবে। আগামী ২১ তারিখ পর্যন্ত নাগাড়ে হবে বর্ষণ।
হাওয়া অফিস জানাচ্ছে যে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃহস্পতিবার থেক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বুধবার ও বৃহস্পতিবার উপকূলবর্তী দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আজ, বুধবার উপকূলবর্তী তিন জেলা ছাড়াও মুষলধারে বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া ও বাঁকুড়ায়।
উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। রবিবার ফের বাড়বে বৃষ্টি। মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি হবে দার্জিলিং ও কালিম্পং জেলাতে।
এই মুহূর্তে ২৯ শতাংশ বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে পশ্চিমবঙ্গে। বর্ষার সেকেন্ড ইনিংসে এই ঘাটতি পূরণ হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।