উত্তরে ভারী বৃষ্টি, দক্ষিণে ঘাম,অস্বস্তি

বঙ্গোপসাগরের ওপর জলীয়বাষ্প ঘণীভূত হয়ে তা উত্তরবঙ্গের দিকে সরে গেছে, যার ফলেই মূলত ২৬ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরের ওপর জলীয়বাষ্প ঘণীভূত হয়ে তা উত্তরবঙ্গের দিকে সরে গেছে, যার ফলেই মূলত ২৬ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

খাতায় কলমে বর্ষা এলেও বৃষ্টি আসবে কবে? তার সঠিক উত্তর এখনও দিতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণে গরম কমবে না৷ তবে মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেড়ে যাওয়ার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি চলবে বলে জানা গিয়েছে।

Advertisment

এদিকে অতি ভারী বর্ষণের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরে। নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের উপর সরে যাওয়ায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে।

বঙ্গোপসাগরের ওপর জলীয়বাষ্প ঘণীভূত হয়ে তা ক্রমশ উত্তরবঙ্গের দিকে সরে যাচ্ছে, যার ফলেই মূলত ২৬ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Advertisment

কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পঙে আগামী তিনদিন ভারী বর্ষণের পূর্বাভাস জারি করা হয়েছে।

weather Weather Report