West Bengal Weather Today 11 June, 2024: জুনেও বর্ষার দেখা নেই। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও মিলছে না স্বস্তি। এর মধ্যে মঙ্গলবার এবং বুধবারের জন্য তেমন আশার খবর নেই আলিপুর আবহাওয়া দফতরের কাছে। আগামী দুদিন আর্দ্র আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। ফলে ঘেমে-নেয়ে একসা হওয়ার জোগাড় হবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর এবং দক্ষিণবঙ্গে সম্পূর্ণ বিপরীত আবহাওয়া থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ। অন্যদিকে, তীব্র গরমে পুড়বে দক্ষিণ। পশ্চিমের চার জেলায় বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি চলবে।
তবে আশার খবর রয়েছে, বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এ সপ্তাহের শেষে উত্তরবঙ্গ থেকে মৌসুমী বায়ু দক্ষিণ আসার সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে। বর্ষার আগমনের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে। মঙ্গলবার অস্বস্তিকর পরিস্থিতি চরমে থাকবে। বুধবার বিকেলের পর আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। ১২ জুন পর্যন্ত তেমন পূর্বাভাস না থাকলেও ১৩ এবং ১৪ জুন কলকাতায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৩ জুন আবার জামাইষষ্ঠী রয়েছে।
আরও পড়ুন Kolkata Weather Today: জ্বালাপোড়া গরমে সেদ্ধ দক্ষিণবঙ্গ! আদৌ দিন সাতেকে ঢুকবে বর্ষা? জানুন লেটেস্ট আপডেট
উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত দাবদাহের পরিস্থিতি চলছে।। আবহওয়াবিদরা জানাচ্ছেন, উত্তর পশ্চিমের সেই গরম হাওয়া হু হু করে ঢুকছে বাংলায়। তারই জেরে বিশেষ করে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। রাজ্যের পশ্চিমাঞ্চলের চার জেলার তাপমাত্রা আগামী ৭২ ঘন্টার মধ্যে ৪২ থেকে ৪৪ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর।