Advertisment

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কলকাতাও

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে বইতে পারে ঝোড়ো হাওয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
Bengal weather forecast

আজও বৃষ্টি চলবে।

বৃষ্টি কমতেই রোদ ঝলমলে আকাশ। বেড়েছে তাপমাত্রা। তীব্র আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। কিন্তু মাঝে মধ্যেই আকাশের মুখ ভার হচ্ছে। পড়ছে দু-এক পশলা বৃষ্টি। শনিবার রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবি ও সোমবারও বৃষ্টি হতে পারে। তবে, দক্ষিণবঙ্গের তুলনায় বেশি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে।

Advertisment

হিমালয়ের পাদদেশে বর্ষা সক্রিয়, তাই উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের একাধিক অঞ্চলে কমলা সতর্কতা জারি হয়েছে। এইসব জেলায় ৭-২০ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য অঞ্চলে। এই দুই জেলায় ৭-১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। নাগাড়ে বৃষ্টির ফলে বানভাসি উত্তরবঙ্গ। বেস কয়েকটি জায়গায় ইতিমধ্যেই ধস নেমেছে। আরও বৃষ্টি হলে পরিস্থিতি জটিল হতে পারে বলে সতর্ক করেছে প্রশাসন।

হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বঙ্গোপসাগরের উপর দিয়ে যাচ্ছে। এছাড়া একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এর উপরে। এর ফলে উত্তর বঙ্গোপসাগরে বৃষ্টির পরিমান একটু কমেছে।

আজ কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস। বেশ কিছুদিন ভ্যাপসা গরমে ভুগতে হবে শহরবাসীকে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক থাকবে ৯৫ শতাংশ এবং ন্যূনতম ৭৭ শতাংশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal Weather Forecast weather today Weather Forecast
Advertisment