/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/Rainfall-in-Kolkata.jpg)
West Bengal Weather Today: বৃষ্টিস্নাত কলকাতা। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
West Bengal Weather Update: ফের নিম্নচাপের ভ্রুকুটি বাংলার আকাশে! দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের জেরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মৌসুমি অক্ষরেখা সক্রিয় হয়ে বাংলা পর্যন্ত বিস্তৃত রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের জোড়া ফলায় আপাতত কয়েকদিন বৃষ্টির পরিমাণ বাড়বে।
কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা (West Bengal Weather Update)
ভারী বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল হওয়ায় আগামী কয়েকদিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আগামী সাত দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আজ, রবিবার বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। আবার সোমবার থেকে দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেইড রেইন হওয়ার সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলার কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপ সরে যেতেই বৃষ্টির সম্ভাবনা কমবে।
উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather Update)
অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। তার পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আগামী দুদিন বৃষ্টিতে ভিজবে পাহাড়ের কাছাকাছি পাঁচ জেলা। শনিবার থেকে সোমবার বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে।
কলকাতার আবহাওয়া (Kolkata Weather Today)
কলকাতায় নিম্নচাপ সরে গেলে আংশিক মেঘলা আকাশ থাকবে। জলীয় বাষ্পের কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। সোমবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ।