রাতভর বৃষ্টি পড়েছে। ভোর থেকেই মেঘে মুখ ঢেকেছে আকাশ। বৃষ্টি হয়ে চলেছে সকালে থেকেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার কলবকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সারাদিন বৃষ্টি হবে। তবে, সোমবার থেকে পরিস্থিতির সামান্য উন্নতি হতে পারে দক্ষিণবঙ্গে। কিন্তু আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টিপাত। সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায়।
হাওয়া অফিস জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত, এই জোড়া ফলায় বৃষ্টিপাত চলছে বাংলায়। মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া থেকে দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যা ক্রমশ উত্তর দিকে এগোচ্ছে। আগামী সপ্তাহের শুরুতে এই অক্ষরেখা অবস্থান করবে উত্তরবঙ্গে। আর এই মৌসুমী অক্ষরেখার প্রভাবেই রবিবার দক্ষিণের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সঙ্গেই বৃষ্টিপাত হতে পারে সংলগ্ন জেলা হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রামে।
সোমবার থেকে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পং, এই পাঁচ জেলাতেই অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাত হয়েছে ০০৭.৭ মিলিমিটার। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৮ ডিগ্রির আশপাশে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন