Advertisment

হাল্কা বৃষ্টির পূর্বাভাস থাকলেও এবার গরমে নাজেহালের পালা

তবে, উত্তরবঙ্গে এখনই বৃষ্টি কমবে না। পাহাড় ও লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে বলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather ২ august 2021

বাড়বে থাকবে অস্তস্তির মাত্রা।

নিম্নচাপ কেটেছে, বৃষ্টিও কমেছে। সকাল থেকেই ঝলমলে আকাশ। এর জেরেই তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে, বৃষ্টি যে একেবারে উধাও হয়ে যাচ্ছে তা নয়। হাওয়া অফিসের পূর্বভাস অনুযায়ী, আগামী ৫-৬দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisment

চলতি মরসুমে রাজ্যে বর্ষা প্রবেশ করলেও তা সক্রিয় হতে পারছিল না। কিন্তু নিম্নচাপের জেরে সেই বাধা কেটে যায়। নিম্নচাপ ও মৌসুমি বায়ুর জেরে রাজ্যে গত সপ্তাহভোর বৃষ্টি হয়েছে। কলকাতা-সহ বিভিন্ন পুরসভার নিচু এলাকায় এখনও জল জমে রয়েছে। প্রবল বর্ষণের জেরে দক্ষিণবঙ্গের বেশ কিছু নদীর জল স্তর বেড়ে গিয়েছে। আতঙ্ক দিন কাটাচ্ছেন গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দারা।

তবে, আগামী সপ্তাহে বৃষ্টিপাত বেশ কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে। আকাশ পরিষ্কার থাকবে। রোদের জেরে বাড়বে তাপমাত্রা। তৈরি হতে পারে অস্বস্তির পরিবেশ।

সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রি বেশি। যদিও কলকাতার আকাশ এখনও পুরোপুরি মেঘমুক্ত নয়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে এখনই বৃষ্টি কমবে না। পাহাড় ও লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে বলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। আজ ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

weather weather today West Bengal Weather Today weather Update. Bengal Weather
Advertisment