Advertisment

Monsoon in West Bengal: উত্তরে ভারী বৃষ্টি, দক্ষিণে গরম থেকে মিলবে রেহাই? বঙ্গে কবে বর্ষা জানুন আপডেট

Monsoon in West Bengal: ঘূর্ণিঝড় রেমাল বিদায় নিতেই চিরাচরিত গরমের সাক্ষী রাজ্য। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা। তার মধ্যেই স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update | Monsoon in Bengal

Monsoon Update: দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

Monsoon in West Bengal: ঘূর্ণিঝড় রেমাল বিদায় নিতেই চিরাচরিত গরমের সাক্ষী রাজ্য। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা। তার মধ্যেই স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর।

Advertisment

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়বে। উত্তরপ্রদেশ থেকে পশ্চিম বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। ফলে উত্তরের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহ শেষে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, কেরলে বর্ষা ঢুকে পড়েছে। উত্তর-পূর্ব ভারতের দিকে এগোচ্ছে। বৃহস্পতিবার নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মেঘালয়, অসমের বেশিরভাগ এলাকায় বর্ষা ঢুকে পড়ছে। আগামী ২-৩ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে প্রবেশ করতে পারে। সেই পরিস্থিতি তৈরি হয়েছে।

স্বভাবত জুনের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গে বর্ষা ঢোকে। এবার রেমালের জেরে আগেই বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুন Kolkata Weather Today: সত্যিই কি আর দিন কয়েকেই বঙ্গে বর্ষা? বেলা গড়ালেই প্রবল বৃষ্টি কোন কোন জেলায়?

বৃহস্পতি এবং শুক্রবার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পং-এ ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ারে। রবিবারও এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার দক্ষিণবঙ্গের ৯টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। ওইদিন দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪ জুন ভোটগণনার দিন দক্ষিণের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

weather update West Bengal Weather Forecast Monsoon Season IMD Kolkata
Advertisment