হাড়কাঁপানো শীতের দেখা নেই। মাঝের এক-দু'দিন বাদ দিলে গোটা ডিসেম্বর জাঁকিয়ে শীত ছিল অধরা। নতুন বছরের শুরু থেকে পারদ নামার পূর্বাভাস দিয়েছিলেন আবহাওয়াবিদরা। তবে তেমন ইঙ্গিত বছরের প্রথম দিনে অন্তত দেখা যাচ্ছে না। উল্টে ফের একবার পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি। জানুয়ারির প্রথম সপ্তাহের শেষের দিকে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা বড়সড় প্রভাব ফেলতে পারে রাজ্যের আবহাওয়ার পরিস্থিতিতে। তারই জেরে ফের একবার উধাও হতে পারে শীত। সব মিলিয়ে জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে পড়বে, সেব্যাপারে আগাম পূর্বাভাস দিতে পারছেন না আবহাওয়াবিদরা।
ডিসেম্বর জুড়ে জাঁকিয়ে শীতের অপেক্ষায় দিন গুণেছেন রাজ্যবাসী। উত্তরবঙ্গের দার্জিলিঙে হাড়কাঁপানো ঠান্ডার অনুভূতি মিললেও রাজ্যের বাকি অংশে জাঁকিয়ে শীত ছিল অধরা। বৃষ্টি, ঝঞ্ঝার গেরোয় ডিসেম্বর জুড়ে আসি-আসি করেও আসেনি জাঁকিয়ে শীত।
তবে ডিসেম্বরে একটি দিন হাড়াকাঁপানো ঠান্ডার সাক্ষী ছিল বাংলা। ২০ ডিসেম্বর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমে গিয়েছিল ১১.২ ডিগ্রিতে। জেলাগুলিতে পারদ আরও নেমেছিল। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সেদিন শৈত্যপ্রবাহ বয়েছিল বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
ব্যাস। ওটুকুই। তার পরের দিন থেকেই আবহাওয়ায় বদল। জাঁকিয়ে শীতের দাপট স্থায়ী হয়নি। ঝঞ্ঝার গেরোয় মুখ ঢেকেছে উত্তুরে হাওয়া। তবে এখন কয়েকদিন ঠান্ডার আমেজ থাকবে ভরপুর। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর পশ্চিম ভারতে ৪ জানুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে।
আরও পড়ুন- Daily Horoscope, 1 January 2022: নতুন বছরের প্রথম দিন কেমন যাবে? পড়ুন রাশিফল
তারই জেরে আগামী ৫ জানুয়ারি থেকে এরাজ্যেও রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে। ফিকে হবে শীতের আমেজ। সব মিলিয়ে ফের একবার রাজ্যে জাঁকিয়ে ঠান্ডার পথে কাঁটা হয়ে দাঁড়াতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। বাধা কাটিয়ে ফের কবে থেকে পড়বে হাড়কাঁপানো শীত। সেব্যাপারে স্পষ্ট করে কিছু বলতে পারছেন না আবহাওয়াবিদরাও।