Bengal Weather Update: নতুন বছরের শুরু দিনেই ফের একবার তুষারপাতের জোরালো সম্ভাবনা দার্জিলিঙে। উত্তরবঙ্গজুড়ে থাকবে ঠান্ডার দাপট। কী খবর দক্ষিণের? দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের ফার্স্ট ল্যাপ শেষ হয়েছে গত ২২ ডিসেম্বর। তারপর থেকে কার্যত জমাটি ঠান্ডার দাপট উধাও। পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীতের আমেজ অনেকটাই ফিকে হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে দক্ষিণবঙ্গে শীতের জোরালো কামব্যাক কবে? জেনে নিন আবহাওয়ার বিস্তারিত আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার কামড় থাকবে বেশি। পশ্চিমের জেলার পাশাপাশি আরও বেশ কয়েকটি জেলায় এবার আগামী কয়েকদিন কুয়াশার দাপট দেখা যাবে। আজ ও কাল বেশ কয়েকটি জেলার তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে আগামী বুধবারের পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার তাপমাত্রা বাড়বে। আগামী শুক্র ও শনিবার পশ্চিমের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট…
এমনিতেই জোরালো ঠান্ডার দাপট রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবার ফের একবার পাহাড়নগরী দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আজ সোমবার দার্জিলিঙের উঁচু এলাকায় তুষারপাত হতে পারে। শুধু আজই নয়, এই পর্বে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিঙের উঁচু এলাকাগুলিতে হালকা তুষারপাত হতে পারে। যার জেরে পাহাড়নগরীতে ঠান্ডার কামড়ও থাকবে বেশি। এরই পাশাপাশি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে কালিম্পঙেও। উত্তরবঙ্গ ঠান্ডায় কাঁপলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উল্টো ছবি। হাড়কাঁপানো শীত জানুয়ারির শুরুতেও অধরা।
আরও পড়ুন- Kalpataru Utsav: আজকের দিনে কীভাবে কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ? কারা ছিলেন সঙ্গে?
কলকাতার ওয়েদার আপডেট…
শহর কলকাতায় সকাল ও সন্ধের দিকে শীতের আমেজ থাকলে দিনে অন্য ছবি। দিনের বেলায় কার্যত শীতের আমেজ হবে বেশ ফিকে। আপাতত আগামী কয়েকদিন কলকাতার আবহাওয়ায় বিশেষ বদল হবে না।