Advertisment

ঝড়-বৃষ্টিতে জুড়োল দহন-জ্বালা, দক্ষিণবঙ্গে এই আবহাওয়া আর কতদিন?

একটানা কয়েকদিনের দাবদাহ থেকে শনিবার সন্ধেয় মিলেছে মুক্তি। দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টিতে জুড়িয়েছে দহন জ্বালা।

author-image
IE Bangla Web Desk
New Update
chances of rain during lakshmi puja in west bengal weather update 7 oct 2022

দুর্গাপুজোয় বৃষ্টির হাত থেকে রেহাই মেলেনি।

একটানা কয়েকদিনের দাবদাহ থেকে শনিবার সন্ধেয় মিলেছে মুক্তি। দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টিতে জুড়িয়েছে দহন জ্বালা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এবছরে এই প্রথম কালবৈশাখী আছড়ে পড়েছিল গতকালই। বেশ কিছুক্ষণের ঝড়-বৃষ্টিতে অসহ্য গরম থেকে মুক্তি মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই পর্বে আগামী বুধবার পর্যন্ত থাকবে এমনই আবহাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার পর্যন্ত চলবে দফায়-দফায় ঝড়-বৃষ্টি।

Advertisment

অবশেষে গলদঘর্ম দশা থেকে মুক্তি মিলেছে শনিবার সন্ধেয়। এবছরের প্রথম কালবৈশাখী আছড়ে পড়ে গতকাল। একটানা গোটা সন্ধের ঝড়-বৃষ্টিতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দহন-জ্বালা জুড়িয়েছে। অসহ্য গরম থেকে মিলেছে রেহাই। এই পর্বে আর কতদিন থাকবে এমন আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে। পশ্চিম ভারত থেকে এরাজ্যে পূবালি হাওয়া ঢুকছে। তারই জেরে সৃষ্ট বজ্রগর্ভ মেঘ থেকে হচ্ছে বৃষ্টি। আপাতত তাপপ্রবাহের সতর্কতা আর নেই। বরং আগামী কয়েকদিনই কলকাতার পাশাপাশি ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।

আরও পড়ুন- নন্দীগ্রামে বজ্রপাতে মৃত্যু মা-ছেলের, ময়নায় ঝড়ের বলি শিশু

গত কয়েকদিন ধরে তীব্র গরমে নাজেহাল হয়েছিলেন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাসিন্দারা। বেশ কয়েকটি জেলার তাপমাত্রা ৪৩-৪৪ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। তাপপ্রবাহের পরিস্থিতি ছিল জেলায়-জেলায়। সরকারি স্কুলগুলিতে তারই জেরে এগিয়ে আনা হয় গরমের ছুটি। সরকারি স্কুলে ২ মে অর্থাৎ কাল থেকেই পড়ছে গরমের ছুটি। অধিকাংশ বেসরকারি স্কুলও তীব্র গরম থেকে পড়ুয়াদের রেহাই দিতে অনলাইন ক্লাসে ফিরেছে। অনেক বেসরকারি স্কুলেও এগিয়ে এসেছে গরমের ছুটি।

তবে শনিবার সন্ধের ঝড়-বৃষ্টিতে হঠাৎ বদল আবহাওয়ায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গরম কমেছে। আগামী ৫ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর এই ঝড়-বৃষ্টির হাত ধরেই তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

kolkata West Bengal Weather Report weather update
Advertisment