/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/Rainfall_afffbb.jpg)
শুক্রবার সকালে শহর কলকাতার জল ছবি। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
IMD Weather Update Today 1 May: তীব্র দহনজ্বালা থেকে রেহাই চাইছে বঙ্গবাসী। কবে নামবে ঝেঁপে বৃষ্টি, সেই আশাতেই চাতকের দশা রাজ্যবাসীর। মঙ্গলবারও আগুন ঝরিয়েছে সূর্য। কলকাতার তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৭.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। এর আগে ৪৩ ডিগ্রি ছুঁয়েছিল সেই ১৯৫৪ সালে। ৫০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে এবারের গরম।
জ্বালা জুড়োতে বৃষ্টি কবে(Rain Forecast)
এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর জানিয়েছে, গরমে হাসফাঁস অবস্থা আরও কিছুদিন চলবে। তবে স্বস্তির খবরও দিয়েছে পাশাপাশি। মঙ্গলবার বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছে ডায়মন্ড হারবারের বাসিন্দাদের। তবে বাকি জেলাগুলিতে আরও তিনদিন অপেক্ষা করতে হবে। আজ থেকেই দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্র ও শনিবার তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টিতে ভিজতে পারে বাংলা। শনিবার বিকেল থেকে উপকূলে মেঘলা আকাশ থাকবে। রবিবার ৫ মে বৃষ্টি হবে ৩ জেলায়। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে মূলত বৃষ্টি হবে। সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ-সহ পশ্চিমের জেলায় সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ঘণ্টায় ৩০-৩৫ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে।
বুধবার তাপপ্রবাহ কোন কোন জেলায়(Heat Wave)
মঙ্গলের পর বুধবারও রাজ্যের পশ্চিমাঞ্চলের সব জেলায় জারি করা হয়েছে তীব্র তাপপ্রবাহের সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, দুই বর্ধমানে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে তীব্র তাপপ্রবাহের গ্রাসে পড়তে পারে মুর্শিদাবাদ জেলাও। বৃহস্পতিবারেও ওই জেলাগুলিতে তাপপ্রবাহের দাপট চলবে। এছাড়াও জ্বালাপোড়া গরমে পুড়ে ছারখার হবে দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও বীরভূম জেলাও।
স্বস্তির বৃষ্টি কবে
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত শনিবার পর্যন্ত রাজ্যের সর্বত্র গরম বাড়বে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার অর্থাৎ ৫ মে রাজ্যের উপকূলবর্তী জেলা-সহ ৬ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার রাজ্যের সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে।