শুক্রবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মেঘলা আকাশ। আজ উত্তরবঙ্গের দুই জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত দিন কয়েক ভোর ও রাতের দিকে মনোরম আবহাওয়া থাকবে। তবে বেলা বাড়লে ভোগাতে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি।
আজ দক্ষিণবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। তবে এই দুই জেলায় বৃষ্টি হলেও এখনই দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের এই দুই জেলার পাশাপাশি আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্ব্যত্য এলাকার দুই জেলায়।
আরও পড়ুন- ‘বাংলা লিখতেই জানেন না’, জেরায় কেষ্ট ‘ঘোল’ খাওয়াচ্ছেন পোড়খাওয়া ED-র কর্তাদেরও?
কালিম্পং ও দার্জিলিং জেলার বেশ কিছু অংশে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে পার্বত্য এলাকার দুই জেলায় হালকা বৃষ্টির প্রভাব পড়তে পারে সমতলের কয়েকটি জেলাতেও। ওই জেলাগুলিতেও আজ হালকা বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন- মরিয়া সরকার, সরকারি কর্মীদের ধর্মঘট রুখতে কড়া নির্দেশিকা নবান্নের
আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবারের পর থেকে তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হতে শুরু করবে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গিয়ে তীব্র গরম অনুভূত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।