Advertisment

আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, জাঁকিয়ে শীত কবে থেকে? জানাল আবহাওয়া দফতর

আগামী কয়েকদিন বেশ কয়েকটি জেলায় ভোরের দিকে দাপট দেখাবে কুয়াশা।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Weather Update 26 December 2021

শীতের পথে ফের কাঁটা ঝঞ্ঝা। তারই জেরে পারদ ঊর্ধ্বমুখী।

অবশেষে বৃষ্টির হাত থেকে রেহাই। আপাতত রাজ্যে নতুন করে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। শীতের পথে বাধা কেটেছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে কি জাঁকিয়ে শীত শুধুই সময়ের অপেক্ষা? তেমনই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের। তবে এব্যাপারে স্পষ্ট করে কোনও সময়ের উল্লেখ করেনি হাওয়া অফিস। আগামী সপ্তাহ থেকেই শীত স্থায়ী হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। আগামিকাল থেকেই নামতে শুরু করবে রাতের পারদ। শীতের অনুভূতি বাড়বে। আগামী সপ্তাহ থেকেই শীতের মেজাজ অনুভব করতে পারবেন বঙ্গবাসী।

Advertisment

এবছর দীর্ঘ ইনিংস খেলেছে বর্ষা। বর্ষার মরশুম কাটিয়ে শীতেও বৃষ্টির হাত থেকে মিলছে না রেহাই। তবে আপাতত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে সপ্তাহান্তে উপকূলের দুই জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে সেই বৃষ্টি শীতের পথে বাধা হবে না বলেই মনে করা হচ্ছে।

আগামী সপ্তাহ থেকেই রাজ্যে পাকাপাকিভাবে শীত পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। এরই পাশাপাশি বেশ কয়েকটি জেলায় ভোরের দিকে দাপট দেখাতে পারে কুয়াশাও।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে শীতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল পশ্চিমী ঝঞ্ঝা। আপাতত সেই বাধা সরেছে। রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকার ক্ষেত্রে কোনও বাধা নেই।

আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা নামতে শুরু করবে। কোনও কোনও জেলায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে।

আরও পড়ুন- Daily Horoscope, 11 December 2021: শনির কৃপায় সৌভাগ্য লাভ কার কার? পড়ুন রাশিফল

এবছরের শীত দীর্ঘ হতে পারে বলে শুরু থেকেই বলে চলেছিলেন আবহাওয়াবিদদের একাংশ। বর্ষার মতো এবার শীতও ক্রিজ আঁকড়ে পড়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছিল। তবে আবহাওয়ার খামখেয়ালিপনায় আবহাওয়াবিদদের সেই দাবি কতটা খাটবে তা সময়ই বলবে। আগামী সপ্তাহ থেকে শীতের আমেজ ফিরলেও জাঁকিয়ে ঠাণ্ডা কবে থেকে পড়তে পারে, সেব্যাপারে এখনও কোনও পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়া দফতর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

weather update West Bengal Weather Forecast Bengal Weather Forecast
Advertisment