Advertisment

ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

উত্তরবঙ্গে বরুণদেব সহায় হলেও দক্ষিণবঙ্গে চলতি বর্ষায় এখনও একটানা মুষলধারে বৃষ্টি অধরা।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather update 11 july 2022

ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়।

অবশেষে দক্ষিণবঙ্গে সদয় বরুণদেব। পূর্বাভাস মতোই আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আজ রাজ্যের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisment

চলতি বছরে উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি চলছে। বর্ষা শুরুর আগে থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে তেড়ে বৃষ্টি চলেছে। বর্ষা ঢোকার পর সেই বৃষ্টির রেশ স্বাভাবিকবাবেই আরও বেড়েছে। উত্তরবঙ্গে বরুণদেব সহায় হলেও দক্ষিণবঙ্গে চলতি বর্ষায় এখনও একটানা মুষলধারে বৃষ্টি অধরা। দুর্বল মৌসুমী বায়ুর জন্যই এবছর দক্ষিণবঙ্গে বর্ষার এই ঘাটতি বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন- আজই শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন, কবে থেকে শুরু যাত্রী পরিষেবা?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ দিনভর কলকাতায় আংশিক মেঘলা আকাশ। তবে মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে দু'এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও অস্বস্তির পরিবেশও বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এরই পাশাপাশি আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টি হতে পারে।

weather update West Bengal Rainfall in Bengal weather today
Advertisment